Most Wonderful Restaurants The World

0
306
Most Wonderful Restaurants The World

পৃথিবীর অসাধারণ কয়েকটি রেস্টুরেন্ট

Most Wonderful Restaurants The World

Most Wonderful Restaurants The World

পৃথিবীর অসাধারণ কয়েকটি রেস্টুরেন্ট

রেস্টুরেন্টে আমরা শুধু খেতে যায় না। আমরা চাই ভালো খাবারের সাথে ভালো পরিবেশ। কিন্তু কিছু কিছু রেস্টুরেন্ট শুধু আপনাকে পরিবেশ দেয় না একদম প্রাকৃতিক পরিবেশ দেয় খাওয়া দাওয়া ও গল্পগুজবের জন্য। আবার কিছু কিছু রেস্টুরেন্ট এমন জায়গায় অবস্থিত আপনি তা কল্পনাও করতে পারবেন না।

See This Most Wonderful Restaurants The World

পৃথিবীজুড়ে অসাধারণ কয়েকটি রেস্টুরেন্টের গল্প শোনাবো আপনাদের যেগুলো বেঁচে থাকতে একবার হলেও সবার ঘুরে আসা উচিত।

১। ভিলা এস্কুডেরা রিসোর্ট।

Most Wonderful Restaurants The World

এটি ফিলিপাইনের একটি রিসোর্ট যা পুরোটাই একটা নারিকেলের বাগান। এর সাথে যুক্ত আছে একটা ঝর্ণার ধারে অবস্থিত রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে মানুষ যতটা না খেতে আসে তার থেকে বেশি ঝর্ণার জলে গা ভেজাতে আসে।

২। স্নোক্যাসেল অব কেমি।

Most Wonderful Restaurants The World

এটি ফিনল্যান্ডের একটি হোটেল এবং বরফ দিয়ে তৈরি বিশ্বের সবথেকে বড় অট্টালিকা। প্রতিবছর এই হোটেল পুনর্নির্মাণ করা হয়। এই হোটেলের সাথে যুক্ত আছে এই অসাধারণ রেস্টুরেন্টটি।

৩। ডাইন ইন দি কেভ।

Most Wonderful Restaurants The World

ইতালির দক্ষিণে সমুদ্রের কূল ঘেঁষে এই রেস্টুরেন্ট অবস্থিত। এটি মূলত একটা গুহা যাকে একটা রেস্টুরেন্টের রূপ দেয়া হয়েছে। এখানে বসে খেতে খেতে আপনি সমুদ্রের সৌন্দর্যও অবলোকন করতে পারবেন।

৪। আইগুইল্লে দি মিডি।

Most Wonderful Restaurants The World

সমতল থেকে প্রায় ১২০০০ ফুট উচ্চতায় পর্বতের মাথায় এই রেস্টুরেন্ট অবস্থিত। ক্যাবল কারে করে এই রেস্টুরেন্টে যেতে হয়। আপনি জানালার ধারে বসে খেতে খেতে উচ্চতা থেকে সুন্দর পরিবেশ অবলোকন করতে পারবেন এবং মেঘ ধরতে পারবেন।

৫। ইতহা রেস্টুরেন্ট।

Most Wonderful Restaurants The World

এটি মালদ্বীপের সমুদ্রের তলদেশে অবস্থিত একটি রেস্টুরেন্ট। আপনি এই রেস্টুরেন্টে খেতে বসলে আপনার মাথার উপর দিয়ে সামুদ্রিক মাছ, কচ্ছপ এমনকি সার্কও ঘুরে বেড়াবে। মালদ্বীপের ক্রাউন কোম্পানি এই অসাধারণ রেস্টুরেন্টটি নির্মাণ করে।

পোস্টটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। যাদের সাথে এই রেস্টুরেন্টে যেতে চান তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here