বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন।
বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদে এক বিশাল নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ২৫ জানুয়ারি ২০১৯ তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারী ২০১৯ পর্যন্ত আবাদেন করতে এই লিংকে ভিজিট করুনঃ https://joinbangladesharmy.army.mil.bd
যোগ্যতাঃ
০১। বয়সঃ ০১ জানুয়ারি ২০২০ তারিখে ১৭-২১ বছর ।
০২। শারীরি যোগ্যতা (নুন্যতম)ঃ সার্কুলার দেখুন..
০৩। শিক্ষাগত যোগ্যতাঃ
ক। মাধ্যমিক ও উচ্চ মাধমিক সার্টিফিকেট/সমমান পরীক্ষায় যে কোন একটিতে জিপিএ৫.০০ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
খ। ‘ও‘ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্রেড, ৩টিতে ৪ গ্রেড এবং ‘এ‘ লেভেলে ২টি বিষয়েই নুন্যতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ।
০৪। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।
০৫। জাতীয়তাঃ জন্ম সূত্রে বাংলাদেশী নাগরিক।
প্রাথীর জন্য অযোগ্যঃ
০৬। সেনা/নৈা/বিমান বাহিনী অথবা যে কোন সরকারী চাকরি হতে বরখান্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহন।
০৭। আইএরএসবি পরীক্ষায় দুবার ক্রীন্ড আউট অথবা দুবার প্রত্যাখ্যাত।
০৮। যে কোন ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত।
০৯। সেনা, নৌ ও বিমান বাহিীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে।
১০। প্রার্থীর বয়স ১৯ বছর হওয়ার পূর্বে ল্যাসিক করা হলে গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে নুন্যতম ৬ মাস অতিবাহিত হতে হবে।
অনলাইনে আবেদনের পদ্ধতি।ঃ
১১। ২৫ জানুয়ারি ২০১৯ তারিখ হতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
১২। আবেদনকারী প্রর্থীগণকে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home page এর উপরে ডান কোনায় Apply Now তে ক্লিক করে ৮৩ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে Apply করতে হবে।
১৩। আবেদনকারী প্রার্থগন Trust Bank T-Cash, Visa/Master card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা আবেদন ফি প্রদান করতে পরবেন।
১৪। অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টম সাপোর্ট নম্বরে (+৮৮০ ১৮৮৫০২২০২২) সরাসরি যোগাযোগ করুন।
ইজ্ঞিনিয়ার্স, সিগন্যালস্, ইএমই, এইসি, জেএজি ও আরভি এন্ডএফসি কোরে যোগ দিন
৫২ তম বিএমএ স্পেশাল কোর্স - ইজ্ঞিনিয়ার্স/সিগন্যালস্// ইএমই/এইসি
৩২ তম ডিএসএসসি (জেএজি) এবং ৪৫ তম ডিএসএসসি (আরভিএন্ডএফসি)
আবেদন পদ্ধতিঃ
১৮ জানুয়ারি ২০১৯ তারিখ হতে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় Apply Now তে ক্লিক করে বর্ণিত কোর্সে Apply করতে হবে।
আবদেন প্রার্থীগণ Trust Bank T-Cash, Visa/Master card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা আবেদন ফি প্রদান করতে পরবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।
অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টম সাপোর্ট নম্বরে (+৮৮০ ১৮৮৫০২২০২২) সরাসরি যোগাযোগ করুন।
আর্মি মেডিকেল কোন/আর্মি ডেন্টাল কোরে সরাসরি ক্যাপ্টেন পদবীতে যোগ দিন
৭৩ তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন-এএমসি এবং ৬৪ তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন-এডিসি (পুরুষ/মহিলা।
আবেদন পদ্ধতিঃ
১৮ জানুয়ারি ২০১৯ তারিখ হতে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় Apply Now তে ক্লিক করে বর্ণিত কোর্সে Apply করতে হবে।
আবদেন প্রার্থীগণ Trust Bank T-Cash, Visa/Master card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা আবেদন ফি প্রদান করতে পরবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।
অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টম সাপোর্ট নম্বরে (+৮৮০ ১৮৮৫০২২০২২) সরাসরি যোগাযোগ করুন।
আর্মি মেডিকেল কোরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে মেজর পদবীতে যোগ দিন ২০ তম ডিএসএসসি (স্পেশাল পারপাস) এএমসি (পুরুষ/মহিলা।
আবেদন পদ্ধতিঃ
১৮ জানুয়ারি ২০১৯ তারিখ হতে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এর উপরে ডান কোনায় Apply Now তে ক্লিক করে বর্ণিত কোর্সে Apply করতে হবে।
আবদেন প্রার্থীগণ Trust Bank T-Cash, Visa/Master card, Bkash, Rocket ইত্যাদির মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা আবেদন ফি প্রদান করতে পরবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।
অনলাইনে আবেদন করতে যে কোন প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো কাস্টম সাপোর্ট নম্বরে (+৮৮০ ১৮৮৫০২২০২২) সরাসরি যোগাযোগ করুন।
সবার আগের সকল প্রকার চাকুরি সক্রান্ত খবরা খবর পেতে আমাদের পেজে লাইক দিয়ে একটিভ থাকুন