নতুন বছরে গ্রহকসেবায় এলজি মনিটরে সেবার আরেও উন্নত হচ্ছে
দুই দশকের বেশি সময় এলজি মনিটরের পরিবেশক হিসেবে দেশে বিক্রয়োত্তর সেবা দিয়ে আসছে গ্লেবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড এবার বিক্রয়োত্তর সেবার মান আরও উন্নত করতে চায় প্রতিষ্ঠানটি। সে জন্য গত বুধবার এলজি ইলেকট্রনিক্স ও গ্লোবাল ব্র্যান্ডের মধ্যে নতুন একটি চুক্তি হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি ইলেকট্রনিক্স এর গ্রাহসেবা বিভাগের প্রধান রোনাল্ড লিম, লিগ্যাল জেনারেল কাউস্নিল জেসলিন, প্রকিউরমেন্ট ম্যানেজার জিয়াম ফানকাই, এলজি ব্যবস্থাপক আশিকুল ইসলাম। গ্লোবাল ব্রান্ডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, চ্যানেল মহাব্যবস্থাপক সমীর কুমার দাশ, সার্ভিস হেড আখাতারুন নবী শাহীনসহ অনেকে ।